বন্ধ জাতীয় পরিচয়পত্রের সার্ভার

নিউজ ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর সার্ভার বন্ধ রেখেছে রেখেছে নির্বাচন কমিশন। তবে শিগগিরই সার্ভার চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।
জানা গেছে, নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে রক্ষণাক্ষেণের কাজে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এনআইডি সার্ভার।
নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।