বাকৃবির প্রয়াত শিক্ষক আজহারুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রয়াত শিক্ষক প্রফেসর ড. মোঃ আজহারুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৫ টায় পশু পালন অনুষদের কনফারেন্স রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পশু পালন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদা আকতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, পশু পালন অনুষদের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এছাড়াও মরহুম প্রফেসর ড. মোঃ আজহারুল হকের পরিবারের সদস্যরাও  এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে পরিবারের সদস্য ও সহকর্মীরা অকাল প্রয়াত ড. মোঃ আজহারুল হকের স্মৃতিচারণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বাকৃবি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ  ইমাম।

উল্লেখ্য প্রফেসর আজহারুল হক ২০২১ সালের ৩ আগষ্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি শিক্ষা ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3