রঙিন ব্যাকগ্রাউন্ডে এবার ফেসবুক স্ট্যাটাস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন ব্যবহারকারী সবচেয়ে বেশি যে কাজটি করেন তা হলো- মনের নানা কথা স্ট্যাটাস আকারে লিখেন। তবে অনেকেই মনে হয় এই সাদা ব্যাকগ্রাউন্ডে কালো কালিতে লিখতে লিখতে একঘেয়ে হয়ে গেছেন। আর তাই এবার স্ট্যাটাস লিখতে রঙিন ব্যাকগ্রাউন্ড চালু করেছে ফেসবুক।

ফেসবুক কোনো একটি পোস্টের ব্যাকগ্রাউন্ড ইচ্ছামতো রঙ করতে পারার ফিচার চালু করেছে। আর এই রঙিন ব্যাকগ্রাউন্ড পেতে ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ এর জায়গায় লিখতে শুরু করলে নিচে একটি রঙ প্যালেট অপশন দেখতে পাবেন। আর এখান থেকে পছন্দের রঙ নির্বাচন করলেই দেখা যাবে রঙিন স্ট্যাটাস।

এই মুহূর্তে এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রয়েছে। তবে এই রঙিন ব্যাকগ্রাউন্ডের পোস্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ছাড়াও সবাই দেখতে পাবেন।

আগামী সপ্তাহ থেকে বিশ্বব্যাপী উন্মুক্ত হবে এই ফিচার। আর তাই আপনার ‘টাইমলাইন’কে রঙিন দেখতে এখনি প্রস্তুত হোন।

সূত্র: এনগ্যাজেট, ফেসবুক

  •  
  •  
  •  
  •