ডাটা সাশ্রয়ে চালু হলো ‘ইউটিউব গো’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
ইউজারদের ইন্টারনেট ডাটা সাশ্রয় করতে মুক্তি দেয়া হলো নতুন অ্যাপ ‘ইউটিউব গো’। ২০১৬ সালে ভারতে চালুর পর এবার ১৩০টি দেশে এটি চালু হলো।

দুর্বল ইন্টারনেট সংযোগের মধ্যে ব্যয়বহুল মোবাইল ডাটা কিনে যারা ইউটিউব ব্যবহার করেন, তাদের জন্য তৈরি করা হয়েছে ইউটিউবের নতুন হালকা অ্যাপটি।

ইউজাররা অ্যাপটি ব্যবহার করে কোনো ভিডিও সম্পূর্ণ উপভোগ করতে পারবেন অথবা তাদের ডিভাইসে বা মেমোরি কার্ডে সেভ করে রাখতে পারবেন।

অ্যাপে ডাউনলোড করা ভিডিও অফলাইনে ব্লুটুথ এবং ওয়াইফাই ব্যবহার করে অন্যান্য ডিভাইসে শেয়ার করা যাবে।
ইউটিউব গো অ্যাপে ইউজাররা নিজের পছন্দ করা কোয়ালিটিতে ভিডিও দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

ইউটিউব গো অ্যানড্রয়েড গো-এর সঙ্গে ব্যবহার করা যাবে। নিম্নমানের স্মার্টফোনগুলোতে জপ্রিয় বিভিন্ন অ্যাপের হালকা ভার্সন ব্যবহার করা যায়। এর ফলে ফোনের স্টোরেজ, প্রসেসিং ক্ষমতা ও ডাটা ব্যবহারের পরিমাণ অনেক কমিয়ে আনান যায়।

  •  
  •  
  •  
  •  

Tags: