আজ ‘রক্তবর্ণ চাঁদ’, আবার দেখা যাবে ২১২৩ সালে

নিজস্ব প্রতিবেদক:

শতাব্দীর দীর্ঘতম ‘ব্লাড মুন’ বা রক্তবর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ডে। চন্দ্রগ্রহণটি চলবে শনিবার ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত।

শুধু উত্তর আমেরিকা মহাদেশের মানুষ ছাড়া পৃথিবীর সব স্থান থেকে এই ব্লাড মুন দেখা যাবে।

চাঁদে পৃথিবীর ছায়া পড়লে বা ছায়ায় ঢেকে গেলে তাকে চন্দ্রগ্রহণ বলা হয়। তবে মহাকাশে সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। পূর্ণ চন্দ্রগ্রহণকালে পৃথিবী থেকে চাঁদের রং লালচে দেখায়। এ জন্য পূর্ণ চন্দ্রগ্রহণকালে চাঁদকে ‘ব্লাড মুন’ বা রক্তবর্ণ চন্দ্র ডাকা হয়।

নাসা জানিয়েছে, শুক্রবার রাতের এই চন্দ্রগ্রহণটিই চলতি শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম এবং পূর্ণ চন্দ্রগ্রহণ। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২৮ সালে। তবে সেটি পূর্ণ চন্দ্রগ্রহণ বা ব্লাডমুন নয় এবং তার স্থায়ীত্বও খুব অল্প সময়ের জন্য। পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ বা ব্লাডমুন দেখার জন্য অপেক্ষা করতে হবে ১০৫ বছর, অর্থাৎ ২১২৩ সাল পর্যন্ত।

 

সূত্র: বিবিসি

  •  
  •  
  •  
  •  

Tags: