মুরগির ঘিলু খেয়ে বয়স হয়েছে ১১১ বছর

Chicken Brain

নিউজ ডেস্কঃ

অস্ট্রেলিয়ার নাগরিক ডেক্সটার ক্রগার (Dexter Kruger) পা দিয়েছেন ১১১ বছর বয়সে।এই বয়সেও দিব্যি সুস্থ্য তিনি।  অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক এই ব্যক্তি নিজেই জানালেন এমন আয়ুষ্কালের কারণ।

শতায়ু এই ব্যক্তিকে তাঁর দীর্ঘায়ু রহস্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,  খাবার তালিকায় নিয়মিত মুরগির মগজ ই এনে দিতে পারে  এমন দীর্ঘায়ু।

তিনি বলেন, মুরগির ঘিলু খুব ই ছোট একটা জিনিষ। তবে এক কামড়ে খেয়ে ফেলার মত এই জিনিষটাই আপনাকে করতে পারে আমার মতো শতায়ু।

বিজ্ঞান বলে, ১৫০ গ্রাম ওজনের একটি মুরগির মগজে থাকে , ২৯৫ ক্যালরি শক্তি যার ৬১ শতাংশই হলো প্রোটিন।

এছাড়াও তাতে রয়েছে মিনারেলস যা ব্রেইন কে সতেজ রাখতে সাহায্য করে।

আর তাইতো খাবার তালিকায় মুরগির ঘিলুকে একটু বেশি ই উপরে স্থান দিয়েছেন ডেক্সটার।

  •  
  •  
  •  
  •  
ad0.3