শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপনের দুই মাস পর মারা গেছেন রোগী বেনেট

নিউজ ডেস্ক:
জেনেটিক্যালি-মডিফাইড শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা বিশ্বের প্রথম ব্যক্তি ডেভিড বেনেট মারা গেছেন। কঠিন হৃদরোগে আক্রান্ত ওই ব্যক্তি অস্ত্রোপচারের পরে দুই মাস বেঁচে ছিলেন।
বাল্টিমোরে চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকদিন আগে ডেভিড বেনেটের (৫৭) অবস্থার অবনতি হতে শুরু করেছিল। ৮ মার্চ তিনি মারা যান।
অস্ত্রোপচারের আগে বেনেট ছয় সপ্তাহ ধরে শয্যাশায়ী ছিলেন। একটি যন্ত্রের সঙ্গে যুক্ত করে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল।
ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের চিকিৎসকদের এই প্রক্রিয়াটি চালানোর জন্য মার্কিন চিকিৎসা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ওই বিশেষ প্রক্রিয়াটি অনুমোদন করেছিল। বেনেটের শরীরে প্রতিস্থাপিত হৃদপিন্ডটি ছিল একটি জিনগতভাবে পরিবর্তিত শূকর থেকে নেওয়া।
রোগী বেনেট অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ঝুঁকিগুলোর কথা জানতেন। কারণ প্রচলিত মানব হৃদযন্ত্র গ্রহণে অক্ষম বেনেটকে বাঁচানোর চেষ্টা করার আর কোনো কার্যকর উপায় পাওয়া যাচ্ছিল না।
সূত্র: এএফপি
You must be logged in to post a comment.