
শুরু হল “ডিজিটাল খামারি”র পথচলা

নিজস্ব প্রতিবেদক:
হাতের স্মার্টফোন ব্যবহার করেই খামারি পৌছাবে ডাক্তারের কাছে, জানাতে পারবে তার সমস্যা, জানতে পারবে প্রতিকার। এমনই এক প্লাটফর্ম “ডিজিটাল খামারি”।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে পোল্ট্রি ও লাইভস্টক সেক্টরের পর্যবেক্ষণ সেবা ও মান উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করল ডিজিটাল খামারী। এ লক্ষ্যে আজ ময়মনসিংহের সদর উপজেলার ২৩ নং ওয়ার্ডের সুতিয়াখালী এলাকায় ওয়ার্কশপের আয়োজন করা হয়।
বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এ ওয়ার্কশপে আগত খামারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন “ডিজিটাল খামারি” প্রকল্পের পরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো: সহিদুজ্জামান সবুজ। তিনি বলেন, “বর্তমান সময়ে খামারের সর্বোচ্চ মান নিশ্চিত ও খামারীদের সর্বোচ্চ সেবা প্রদান করতে তথ্য প্রযুক্তির ব্যাবহারের বিকল্প নেই।”
ওয়ার্কশপে অংশগ্রহণ করেন প্রায় অর্ধশতাধিক খামারী। এসময় খামারিদের “ডিজিটাল খামারি” এ্যাপ ব্যাবহার করে ওয়েবসাইটে নিবন্ধন ও সেবা নেয়ার পদ্ধতি সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড. মোঃ আবু সাঈদ সরকার। তিনি প্রজনন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, রোগ ও তার প্রতিকার তুলে ধরেন খামারিদের মাঝে।
ওয়ার্কশপের পরবর্তী কার্যক্রম হিসাবে এলাকার বিভিন্ন খামার ঘুরে দেখেন ডিজিটাল খামারি কর্মীরা। এসময় খামারিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ডা. আজরান কবীর সামিন।
You must be logged in to post a comment.