চতুর্থবারের মতো বায়ার্নের কোচ হলেন ইয়ুপ হেইঙ্কেস

ক্রীড়া ডেস্ক:
ইয়ুপ হেইঙ্কেস জার্মান বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখের কোচ হয়েছেন। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে হেইঙ্কেসের নাম ঘোষণা করে বায়ার্ন। এ নিয়ে চতুর্থবারের মতো বায়ার্ন মিউনিখের কোচ হলেন তিনি।

১৯৮৭ সালে প্রথমবারের মতো বায়ার্নের কোচের দায়িত্ব নেন তিনি। ১৯৯১ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ২০০৯ সালে আবার ভারপ্রাপ্ত কোচ হিসেবে বায়ার্নে আসেন। এক বছরও থাকেননি। ২০১১ সালে আবার কোচ হন বায়ার্নের। ২০১৩ সালে চলে যান। মাঝে অবসরও নেন। কিন্তু অবসর ভেঙে অবশেষে ২০১৭ সালে এসে আবারো বাভারিয়ানদের কোচ হলেন তিনি। ২০১৩ সালে তিনি বায়ার্ন মিউনিখকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েছিলেন।

গেল সপ্তাহে বায়ার্ন মিউনিখ তাদের কোচ কার্লো আনচেলোত্তিকে বরখাস্ত করে। এবার তার স্থলাভিষিক্ত হলেন ৭২ বছর বয়সী ইয়ুপ হেইঙ্কেস। লিগে বায়ার্ন মিউনিখ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।

  •  
  •  
  •  
  •  

Tags: