বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে ফাইনাল ম্যাচ এবং বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ওই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছাত্র ও ছাত্রী উভয়ের ছয়টি করে মোট বারোটি দল অংশ নেয়।

এর মধ্যে ছেলেদের ফাইনাল খেলায় কৃষি অনুষদ পশুপালন অনুষদকে ১৫-৮ ব্যবধানে পরাজিত করে। অপরদিকে মেয়েদের ফাইনাল খেলায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ পশুপালন অনুষদকে ১-০ ব্যবধানে পরাজিত করে।

ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো: আবুল মনসুর, প্রক্টর ড. মো: আজহারুল ইসলাম, প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা,কনভেনর প্রভোস্ট কাউন্সিল, বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •