ডিসেম্বরের মধ্যেই নিয়োগ নারী ক্রিকেট দলের নতুন কোচ

নিউজ ডেস্কঃ

ডিসেম্বরের মধ্যেই নিয়োগ দেয়া হবে নারী ক্রিকেট দলের নতুন কোচ। জানিয়েছেন বিসিবি’র নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় লিগের আগেই টাইগ্রেসদের ক্যাম্পে একজন ইউরোপীয় কোচকে চায় বোর্ড। এদিকে, নারী উইংয়ের প্রধান আরও জানান, আইপিএলে অংশ নিতে ২১ অক্টোবর দেশ ছাড়ার আগ পর্যন্ত বিসিবি কোচ মাহবুব আলি জাকির তত্ত্বাবধানে থাকবেন দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম।

আঞ্জু জৈন অধ্যায়ের সমাপ্তির পর থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদে নেই কেউ। আজ-কাল-পরশুতেই আটকে আছে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া। তবে, এতোদিনে একটা নির্দিষ্ট সময়ের কথা বলতে পেরেছে বিসিবি। চলতি বছরই নতুন কোচ পাবে টাইগ্রেসরা।

বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমাদের লক্ষ্য ছিলো, যারা দায়িত্ব নিতে ইচ্ছুক তারা স্বশরীরে বিসিবিতে এসে পরিকল্পনা জানাবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা হয়নি। এখন বোর্ডের অনেকের সঙ্গেই আমরা কথা বলছি, যাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে। জানুয়ারিতে জাতীয় লিগ শুরু করার ইচ্ছে আছে আমাদের। তার আগে একটা ক্যাম্প হবে। সেই ক্যাম্পেই যাতে নতুন কোচ থাকে, সেটাই আমরা চেষ্টা করছি।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, আমাদের চাহিদা মেটাতে পারবে, এমন কাউকেই খুঁজছি। বেশ কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। শিগগিরই নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারে আশাবাদী আমরা। এরপর হেডকোচের সঙ্গে আলোচনা করে অন্যান্য কোচিং স্টাফও নিয়োগ দেয়া হবে।

শুধু আঞ্জু জৈনই নয়, চুক্তি নবায়ন হয়নি অন্য কোচিং স্টাফদেরও। সবকিছু ঠিক থাকলে নতুন এক কোচিং প্যানেলের অধীনে নতুন বছরে যাত্রা হবে নারী ক্রিকেটারদের।

তবে, আপাতত সালমা আর জাহানারার কোচ মাহবুব আলি জাকি। নারীদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ডাক পাওয়া দুই ক্রিকেটারকে নিয়ে কাজ করছেন বিসিবির এই কোচ।

শফিউল আলম চৌধুরী নাদেল আরো বলেন, ২১ তারিখ সালমা ও জাহানারার আইপিএলে খেলতে দুবাইয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা একজন কোচকে ওদের সঙ্গে দিয়েছি। দেশ ছাড়ার আগ পর্যন্ত মাহবুব আলি জাকি তাদের তত্ত্বাবধানে থাকবেন। সেখানে খেলার জন্য ভালো প্রস্তুতি যেনো তারা নিতে পারে, সেটাই নিশ্চিত করতে চাই।

৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে নারীদের আইপিএল। সুযোগের অপেক্ষায় থাকবেন জাহানারা-সালমারা।

  •  
  •  
  •  
  •  

Tags: