বদলে গেল ডিআরএসের নিয়ম

স্পোর্টস ডেস্কঃ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডিসিশিন রিভিউ সিস্টেমে (ডিআরএস) সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেন বিরাট কোহলিরা। ডিআরএস ‘আম্পায়ার্স কল’ পরিবর্তনের দাবি উঠলেও তা আগের মতোই রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে ডিআরএসে এলবিডব্লিউ রিভিউয়ের নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।এতদিন যদি অর্ধেক বল বেলের নীচের অংশে বাইরে থাকত, তাহলে তা ‘আম্পায়ার্স কল’ হিসেবে বিবেচিত হত। এবার সেই নিয়মে সামান্য পরিবর্তন করেছে আইসিসি। নতুন নিয়মানুযায়ী, বেলের উপরের অংশের বাইরে যদি বলের অর্ধেক ভাগ থাকে, তবেই তা ‘আম্পায়ার্স কল’ হিসেবে বিবেচিত হবে।

বিষয়টি নিয়ে পুনর্বিবেচনায় বসেছিল সাবেক ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। বৃহস্পতিবার (১ এপ্রিল) এ নিয়ে রায় দিয়েছে তারা, যেখানে বিতর্কিত আম্পায়ার্স কল রেখে দিয়েছে। তবে এলবিডাব্লিউর ডিসিশিন রিভিউ সিস্টেমে (ডিআরএস) নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, “ক্রিকেটে ভুল সিদ্ধান্ত যেন না হয় সেজন্য ডিআরএস প্রক্রিয়া আনা হয়েছে। একই সঙ্গে মাঠের আম্পায়ারের ক্ষমতা যাতে খর্ব না হয়, সেটাও আমরা মাথায় রেখেছি। সেই কারণেই আম্পায়ার্স কল রেখে দেওয়া হলো।”

 

  •  
  •  
  •  
  •  
ad0.3