ভোরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রিড়া প্রতিবেদক:
শুক্রবার ভোরে বুয়েন্স আয়ার্সে রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর সকাল ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি কিক্স ও সনি সিক্স এইচডি।

লিওনেল মেসির ইনজুরিতে সুপার ক্ল্যাসিকোর উত্তাপটা অনেকাংশে কমিয়ে দিয়েছিল। ইনজুরিতে পড়ে ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না কার্লোস তেভেজেরও। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।

ল্যাটিন আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান এখনো সুসংহত নয়। দুই ম্যাচ খেলে ব্রাজিলের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান সংক্ষক ম্যাচ খেলে আর্জেন্টিনার সংগ্রহ ১ পয়েন্ট। তবে সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আছে উরুগুয়ে, ইকুয়েডর ও চিলি। এছাড়া প্যারাগুয়ের সংগ্রহ ৪ পয়েন্ট।

আজ ভোরে মুখোমুখি হবে ল্যাটিন ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনা। তবে সবচেয়ে বড় হতাশা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে বেশির ভাগ তারকাকেই পাচ্ছে না আর্জেন্টিনা ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে থাকছেন না মেসি, আগুয়েরো, তেভেজ ও পাস্তো। কিন্তু ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন গঞ্জালো হিগুয়েইন।

তবে আর্জেন্টিনাকে শক্ত প্রতিপক্ষ হিসাবে মনে করছেন ব্রাজিলিয়ান তারকা রিকার্ডো কাকা। কাকা মনে করেন, বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচ এখনো জিতেনি আর্জেন্টিনা। এই ম্যাচ তাদের বাড়তি অনুপ্রেরণা দিবে। ব্রাজিল দুর্দান্ত ফর্মে আছে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা খুব সহজ হবে না। কারণ আর্জেন্টিনার মাঠে খেলা হওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে ব্রাজিলকে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: