আবারো পরাজয়ের শঙ্কা ভারতের?

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে অল্প রানে বেধে ফেলেছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ১১০ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল।

ভারতের পক্ষে হার্দিক পাণ্ডিয়া ২৪ বলে ২৩ রান করেন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ইশ সোধি ২টি উইকেট নিয়েছেন।
দুদলই বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানের কাছে হেরে। বাবর আজমদের কাছে ভারত হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। অন্যদিকে, নিউজিল্যান্ড হেরেছিল ৫ উইকেটের ব্যবধানে। সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় দরকার দুদলরই।

ভারত-নিউজিল্যান্ড দুদলের একাদশেই আজ এসেছে পরিবর্তন। ভারতীয় একাদশ থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। দলে ঢুকেছেন ইশান কিষান ও শার্দুল ঠাকুর। অন্যদিকে, কিউই দলে টিম সেইফার্টের জায়গায় খেলছেন অ্যাডাম মিলনে।

  •  
  •  
  •  
  •  
ad0.3