তৃতীয় বাংলাদেশি হিসেবে অভিষেকে ফিফটি হৃদয়ের

নিউজ ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তৌহিদ হৃদয়ের। আর প্রথম ম্যাচে খেলতে নেমেই করলেন ফিফটি। তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি।
অভিষেক ম্যাচে ৫০ রান করতে পেরেছেন, বিশ্বে এমন উদাহরণ অনেক। তবে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে অর্ধশতক করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার ফরহাদ রেজা। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৫০ বলে ৫০ রান করেন। তার পাঁচ বছর পর ২০১১ সালে নাসির হোসেন এই জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক ম্যাচে করেন ৬৩ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাঁচে ব্যাট করতে নামেন হৃদয়। ইনিংসের ৩৬-তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। আর তাতেই রেকর্ড বুকে নাম উঠে যায় বগুড়ায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের।