গ্রাজুয়েট হলেন সাকিব আল হাসান

নিউজ ডেস্ক:
খেলার মাঠে একের পর এক রেকর্ড গড়া সাকিবের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএ তে গ্রাজুয়েশনের সার্টিফিকেট পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গ্রাজুয়েশন শেষ করে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করছেন সাকিব আল হাসান ।
শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন তিনি, নেন একটি উইকেট।
এই ম্যাচ খেলে রোববার ঢাকায় উড়ে এসে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে (এআইইউবি)র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। আজ রোববার বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান তিনি।
সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের অন্যতম সেরা ক্রীড়া তারকা জানান নিজের প্রতিক্রিয়া, ‘অনেক বছর হলো আমি ক্রিকেট খেলি। সেই শুরু থেকে আমার মা ফোন করে আমাকে পড়াশোনার কথা জিজ্ঞেস করে। আজ আমি খুবই খুশি ও গর্বিত যে অবশেষে আমি আমার স্বপ্ন পূরণ করেছি। ক্রিকেট মাঠে হয়ত অনেক কিছু অর্জন করছি। কিন্তু এটা আমার স্বপ্ন ছিল।’
সাকিব এরপর যোগ করেন, ‘টেস্ট ক্যাপ পাওয়ার সময় যে অনুভূতি হয়েছিল, আমার এখনকার অনুভূতিটা সে রকমই। আমি ক্রিকেটে অনেক কিছু অর্জন করতে পারি। কিন্তু পড়াশুনার ক্ষেত্রে সর্বোচ্চ সার্টিফিকেট পাওয়ার স্বপ্নটা আমার সব সময়ই ছিল।