আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ১২ বাংলাদেশি
নিউজ ডেস্ক:
আগামী আইপিএল আসরের মেগা নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছেন বাংলাদেশের মোট ১২জন ক্রিকেটার।
চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে সৌদি আরবের জেদ্দা শহরে বসবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের উঠছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ৩৬৬ জন এবং বাকি ২০৮ জন বিদেশি ক্রিকেটার।
জানা গেছে, মোট ৫৭৪ জন ক্রিকেটার থাকছেন নিলামের তালিকায়। এই তালিকায় বাংলাদেশের আছেন ১২ ক্রিকেটার।
বাংলাদেশের ১২ ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য আছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বিপরীতে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন-সাকিব, মিরাজ ও তাসকিন। আর ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য আছেন বাকি ৯ ক্রিকেটার।
এবারের নিলামের ৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। বাকি ২০৮ জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আছেন ৩ জন ক্রিকেটার। নিলামে অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়র বিপরীতে আছেন ১২ জন বিদেশি ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে ৭০ জন বিদেশি।