খেলতে গিয়ে ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশু মারা গেছে। বুধবার দুপুরে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন এলাকায় তারা ডুবে যায় বলে জানা গেছে।

নিহতরা হলেন, সায়েম (৭), আহাদ (৭) ও জিহাদ (৮)। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জিয়াউর রহমান।

তিনি জানান, বুধবার দুপুর ২টার দিকে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে পাঁচ শিশু খেলতে যায়। এদের মধ্যে তিনজন পানিতে তলিয়ে গেলে বাকিরা চিৎকার শুরু করে।

পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা গিয়ে সায়েম, আহাদ এবং জিহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা সবাই নগরীর সানকিপাড়া মহল্লার বাসিন্দা। শহিদুল ইসলামের ছেলে জিহাদ, হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ এবং নাসির উদ্দিনের ছেলে সায়েম।

  •  
  •  
  •  
  •  
ad0.3