বাল্য বিয়ে থেকে রক্ষা পেল আঁখি

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর আঁখি খাতুন (১৩)। শুক্রবার দুপুরে সদর উপজেলার নারায়নকান্দি নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি একই এলাকার এনামুলে হকের মেয়ে। সে শহরের আল জামহুরিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও এলাকাবাসী জানায়, শুক্রবার আঁখি খাতুনের সাথে সিংড়া উপজেলার বড়বাড়ি গ্রামের আলম শেখের ছেলে হাফিজুল ইসলামের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান পুলিশ ফোর্সসহ আঁখিদের বাড়িতে যান। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান আাঁখির বাবা ও মাকে বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করার অনুরোধ জানান। এ সময় তিনি বাল্য বিয়ের অপরাধ ও ভবিষ্যত সমস্যার কথা নিয়ে এলাকাবাসির সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, বাল্য বিয়ে রোধে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের ভূমিকা সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে বাল্য বিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে তিনি উল্লেখযোগ্য ভুমিকা পালন করেছেন।

  •  
  •  
  •  
  •