
আর্থিক ক্ষতির মুখে কুয়েতের প্রবাসী বাংলাদেশীরা

নিউজ ডেস্কঃ
হজ্ব ও ওমরা পালনের জন্য সৌদি আরবের মক্কা ও মদীনায় যাতায়াতের সব ধরনের ব্যবস্থা করে ওমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।
করোনা প্রতিরোধের প্রায় দেড় বছর ধরে ওমরা পালনে নিষেধাজ্ঞা দিয়ে আসছে সৌদি আরব। এর প্রভাব পড়েছে কুয়েতের ওমরা পালনে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর।
অফিস ভাড়া ও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ী জানান,কুয়েতে প্রায় একশোর উপরে অফিস আছে, সেখানে প্রায় কয়েক হাজার লোকের মত কাজ করে। সবাই সম্পূর্ণ বেকার। অনেকে দেশে চলে গেছে।
ওমরা পালনে সহায়তাকারী এসব প্রতিষ্ঠানে কাজ করেন অনেক প্রবাসী বাংলাদেশি।
বেতন ভাতা দিতে না পারায় অনেকেই ব্যবসা গুটিয়ে চলে গিয়েছেন দেশে।
You must be logged in to post a comment.