ময়মনসিংহে বিনামূল্যে র‌্যাবিস ভ্যাক্সিনেশন কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি:

পোষা প্রাণী ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪ উপলক্ষে ময়মনসিংহের প্রফেসর’স পেট কেয়ারের আয়োজনে পোষা প্রাণীর বিনামূল্যে র‌্যাবিস ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (৩ মে) থেকে ৭ দিন ব্যাপী এই কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার (৯ মে) পর্যন্ত। পোষা প্রাণী বিশেষ করে কুকুর ও বিড়ালের ক্ষেত্রে মাত্র ৫০টাকা রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক ফ্রী র‌্যাবিস ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে।

প্রফেসর’স পেট কেয়ারের স্বত্বাধিকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ডঃ মোঃ মাহমুদুল আলম বলেন, বর্তমানে জলাতঙ্ক রোগে মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। জলাতঙ্ক শুধু প্রাণিতে হয় এমন নয়। এই রোগটি মানুষেও সংক্রমিত হতে পারে। একবার জলাতঙ্ক হয়ে গেলে এর কোনো প্রতিকার নেই। জলাতঙ্ক প্রতিরোধে ও নির্মূলে ভ্যাক্সিনেশনই একমাত্র পন্থা।

 

  •  
  •  
  •  
  •