
পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না মাদারীপুরের কৃষকরা

নিউজ ডেস্কঃ
উৎপাদন ভালো হলেও পাটের উৎপাদন মূল্য পাচ্ছেন না মাদারীপুরের কৃষকরা। এতে পাট উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। ফড়িয়া ব্যবসায়ীদের দাবি, সুতার মিলে চাহিদা কম থাকায় কমছে পাটের দাম।
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর হাটে সকালে পাট নিয়ে আসা কৃষকদের অভিযোগ, প্রতিমণ পাট উৎপাদনে ৪ হাজার খরচ হলেও হাটে দাম পাচ্ছেন আড়াই হাজার থেকে তিন হাজার টাকা। প্রতিবছর ব্যাংক ঋণ নিয়ে চাষাবাদ করলেও ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় পাটচাষিরা।
কৃষকদের অভিযোগ, সার, কীটনাশক, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বেড়েই চলছে। অথচ, প্রতিবছরই কমছে পাটের মূল্য। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
You must be logged in to post a comment.