মিল্ক ভিটার নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধিঃ

চাকরিতে নিয়োগের ক্ষেত্রে “ভেটেরিনারি সার্জন” কে “প্রাণি চিকিৎসক” উল্লেখ করায় ও পশুপালন কোর্স করার পরও বিভিন্ন‌পদে আবেদন‌ করার সুযোগ না পাওয়ায় প্রকাশিত বিজ্ঞপ্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কম্বাইন্ড ডিগ্রি চালু করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা‌য় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে আন্দোলন করে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এসময় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করে তারা।

শিক্ষার্থীরা জানায়, গত ৫ই সেপ্টেম্বর বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) ৬১ পদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে ১ নং পদে “প্রাণী চিকিৎসক” উল্লেখ করা হয়েছে যা বাংলাদেশের বিদ্যমান আইনের সাথে সাংঘর্ষিক, এখানে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী প্রাণী চিকিৎসক” এর পরিবর্তে “ভেটেরিনারি সার্জন” হওয়া আবশ্যক।

এছাড়াও ২ নং পদ অনুযায়ী বাংলাদশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি গ্র্যাজুয়েটবৃন্দসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ডিভিএম ডিগ্রীধারীরা ২০% এর উপর এ্যানিম্যাল প্রোডাক্টশন কোর্স অধ্যয়ন করেন। সেই হিসেবে ২ নং পদে ভেটেরিনারিয়ানবৃন্দ (DVM, Vet. Sc. & AH )ডিগ্রী ধারীরাই আবেদন করার যোগ্যতা রাখেন। এ অবস্থায় উক্ত পদে DVM, Vet. Sc. & AH ডিগ্রী ধারীদের আবেদনের সুযোগ তৈরি করার দাবি জানান শিক্ষার্থীরা।

এবিষয়ে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির, বাকৃবির সহ-সভাপতি মোঃ শাহরিয়ার খন্দকার জানান, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল প্র্যাক্টিশনার আইন-২০১৯ অনুযায়ী ভেটেরিনারি শিক্ষা বলতে “ প্রাণির উৎপাদন, স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, চিকিৎসা, ব্যবস্থাপনা এবং এতদূসংশ্লিষ্ট বিষয়ে কোন ডিগ্রিকে বুঝায় এবং শুধুমাত্র রেজিঃ ভেটেরিনারিয়ানবৃন্দই মানুষের জন্য এ্যানিম্যাল অরিজিন ফুড নিয়ন্ত্রণ করবে।

সেক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত ১০ নং পদে প্রাণী থেকে উৎপাদিত সকল খাদ্য এবং সংশ্লিষ্ট বিষয়ে মাননিয়ন্ত্রণ শুধুমাত্র DVM, Vet. Sc. & AH ডিগ্রী ধারীরাই আবেদন করার যোগ্যতা রাখেন। সে মতে শুধুমাত্র DVM, Vet. Sc. & AH ডিগ্রী ধারীরাই আবেদন করবে এবং চাকুরিতে বলবৎ থাকবে।

এসময় বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির, বাকৃবির যুগ্ম সম্পাদক মোঃ আসিফ সারোয়ার সবুজ বাংলাদেশ24.কমকে জানান, ফুড সেফটি এন্ড ফুড সেফটি অফ এ্যানিম্যাল অরিজিন নিশ্চিতকরণের লক্ষ্যে একজন ভেটেরিনারিয়ানই বা কম্বাইনড ডিগ্রীধারীরাই এ্যানিম্যাল মাইক্রোবায়োলজি, টক্সিকোলজি, বায়োকেমিস্ট্রি, নিউনিট্রিশন ইত্যাদি বিষয়ে সর্বাধিক জ্ঞান ধারণ করেন। তাই মিল্ক ভিটায় চাকুরির জন্য বিজ্ঞপ্তিতে সকল পদে যোগ্যতা সম্পন্ন গ্র্যাজুয়েটবৃন্দ চাকুরি পাবেন এই প্রত্যাশা করছি।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রোক্টর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি, বাকৃবি।

  •  
  •  
  •  
  •  
ad0.3