বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণকে শক্তিশালীকরণের লক্ষ্যে বাকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণকে শক্তিশালীকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ভেটেরিনারি অনুষদের আয়োজনে আজ এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। তিনি উপস্থিত সকলকে সাধুবাদ জানিয়ে বলেন, ” সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেটেরিনারি শিক্ষার সঠিক প্রয়োগের বিকল্প নেই। তাই সকল ভেটেরিনারিয়ানদের দেশ ও পেশার স্বার্থে কাজ করার আহবান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলর আহ্বায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার।
প্রফেসর ড. মো. নজরুল ইসলাম সকলের উদ্দেশ্য বলেন, “আমাদের দক্ষতাসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে হবে যেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি দক্ষতার সাথে।”
এসময় ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার বলেন, “দেশের প্রাণীসম্পদের উন্নয়নের কর্মধারা বজায় রাখতে ডিএলএস সর্বদা কাজ করে যাচ্ছে। এ উন্নয়নে ভেটেরিনারিয়ানদের অবদানকে স্বীকৃতি জানিয়ে তিনি সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান । তিনি বলেন, “ভেটেরিনারি শিক্ষার সুসম্প্রসারণ ও গবেষণাকে আলোর বেগবান করতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।”
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্যবস্থাপনা কমিটির সম্পাদক প্রফেসর ড. মোঃ ইলিয়াসুর রহমান ভূঁইয়া। তিনি ভেটেরিনারি অনুষদের বিভিন্ন গঠনমূলক দিক, অর্জন ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি ভেটেরিনারি শিক্ষার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে করণীয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আউয়াল। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে সকল ভেটেরিনারিয়ান, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলিতভাবে কাজ করার আহবান জানান।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি, বাকৃবির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান পরবর্তী সময়ে ভেটেরিনারি অনুষদের ডিন অফিসে অনুষদীয় ছাত্র সমিতি ও অন্যান্য ভেটেরিনারি সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.