গুচ্ছ থেকে বের হতে চান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক:
গুচ্ছ থেকে বেরিয়ে এসে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এ মানববন্ধন হয়।

শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমার কথা থাকলেও তা কয়েকগুণে বেড়েছে। গুচ্ছের অধিকাংশ বিশ্ববিদ্যালয় একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও আসন পূর্ণ করতে পারছে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় আগের পদ্ধতিতে ফিরে আসুক।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘এক দফা এক দাবি, গুচ্ছ থেকে হোক মুক্তি’, ‘গুচ্ছের জটিল ভর্তি কার্যক্রম রহিত করো’, ‘গুচ্ছ হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও’, ‘সময় বিনষ্টকারী গুচ্ছ কার্যক্রম বাতিল করো’, ‘বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে দাও’ লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেখা

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১২৫তম জরুরি একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে। সেখানে কাউন্সিল সদস্যদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার কথা।

সূত্র: জাগো নিউজ

  •  
  •  
  •  
  •