বাকৃবি উপাচার্য পদে পরবর্তী মেয়াদে যাদের নাম শোনা যাচ্ছে
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রফেসর ড. লুৎফুল হাসান। আগামী ২৯ মে তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে হবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এ আলোচনায় এসেছে অনেকের নাম।
একাধিক সূত্র থেকে জানা গেছে বেশ কয়েকজনের নাম। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ও একই বিভাগের প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খান, সার্জারি ও অব্সটেটিক্স বিভাগের প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারী, জেনেটিক্স ও এনামেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম খান।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়েরই বর্তমান উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসানের নাম শোনা যাচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, এই পদে দায়িত্ব পালন করতে সিনিয়রিটির পাশাপাশি হলের প্রভোস্ট, ডিন, বিভাগের চেয়ারম্যান ইত্যাদি পদে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নির্বাচন করা হোক। তা ছাড়া চিন্তা-চেতনা, অভিজ্ঞতা এবং একাডেমিক এক্সিলেন্স বিশেষ করে ক্লিন ইমেজের বিষয়টি দেখা জরুরি।
তাই কৃষি শিক্ষার এই পুরাতন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার সবদিক বিবেচনা করে উপাচার্য পদে নিয়োগ দিবেন এই প্রত্যাশা সকলের।
You must be logged in to post a comment.