বরিশালে মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলা; আহত ২

মৎস্য ডেস্ক:

বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলায় আহত হয়েছেন মাঝি ও তার সহযোগী। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে আটক করা হয়েছে ১৩ জন জেলেকে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযানে আটক ১৩ অসাধু জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম ছয়জনকে এক বছর করে কারাদণ্ড, তিনজনকে এক মাস করে কারাদণ্ড এবং চারজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। অন্যদিকে মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলার ঘটনায় আটক ১০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে

বুধবার (১৩ অক্টোবর) দিনগত গভীর রাতে মা ইলিশ রক্ষায় এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর। অভিযানে সহায়তা করে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।

আটকদের বাড়ি হিজলা ও পার্শ্ববর্তী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

  •  
  •  
  •  
  •