মাথার চুল গজাতে ওষুধ নেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক:
ট্রাম্পের দীর্ঘদিনের ডাক্তার নিউ ইয়র্ক টাইমসের কাছে ফাঁস করেছেন এক বিস্ময়কর তথ্য। নিজের মাথার চুল পড়া টাক হয়ে যাওয়ার আশঙ্কায় প্রোস্টেট নামে এক ওষুধ নেন ট্রাম্প। ট্রাম্পের ডাক্তার ডা. হ্যারল্ড বরনস্টেইন আরও দুই ওষুধের নাম বলেন। একটি অ্যান্টিবায়োটিক যা ট্রাম্পের ত্বকের এক বিশেষ রোগ রোসেশিয়ার জন্য এবং অন্যটি স্ট্যাটিন যা রক্তের কোলেস্টেরলের মাত্র কমাতে সহায্য করে।

বরনস্টেইন বলেন, ট্রাম্পের কোনো চুল এখনও পড়েনি। সব চুলই তার মাথায় আছে। এছাড়া তিনি অ্যাসপিরিন খান নিয়মিত হৃদরোগের জন্য।

১৯৮০ সাল থেকে বরনস্টেইনের চেম্বারে নিয়মিত যান ট্রাম্প। এর আগে তিনি বরনস্টেইনের বাবার কাছে দেখাতেন। বরনস্টেইন প্রথম যে ট্রাম্পের মেডিকেল প্রতিবেদন প্রকাশ করেন সেখানে তিনি উল্লেখ করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবান প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

কিন্তু হোয়াইট হাউস থেকে বরনস্টেইনের দাবি অস্বীকার করা হয়। হোয়াইট হাউস থেকে বলা হয় ট্রাম্প টাক ঠেকাতে ফিনাস্টেরিড ব্যবহার করছেন। প্রোস্টেট ওষুধ নিচ্ছেন না। বরনস্টেইন তার দ্বিতীয় প্রতিবেদনে স্বীকার করেন ট্রাম্প ফিনাস্টেরিড ব্যবহার করছেন।

বরনস্টেইনের সঙ্গে ট্রাম্পের বর্তমানে কোনো যোগাযোগ নেই। তবে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে তিনিও ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: