টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয়

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত হল টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৩ এর ফলাফল। আজ সকালে প্রকাশিত হওয়া এই র‍্যাংকিং তালিকায় বাংলাদেশ থেকে ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।  এবছর  ঢাবি, বাকৃবি ও বুয়েট এর সাথে যোগ হয়েছে নর্থ সাউথ ও কুয়েট। এর মধ্যে বাকৃবির অবস্থান তৃতীয়।

এবছর বিশ্বের ১০৪টি দেশ/ অঞ্চলের  ১৭৯৯ টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাংকিং তালিকায় স্থান পেয়েছে। গতবছর বাংলাদেশের ৩ টি বিশ্ববিদ্যালয় ঢাবি, বাকৃবি ও বুয়েট সহ  এ সংখ্যাটি ছিল ১৬৬২। এবারের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাজ্যের  অক্সফোর্ড  ও ক্যামব্রিজ,  যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, স্টানফোর্ড ও এমআইটি।

র‍্যাংকিং তালিকায় বাংলাদেশ থেকে ঢাবি ও  নর্থ সাউথ এর গ্লোবাল পজিশন  ৬০১-৮০০  এবং  বাকৃবি, বুয়েট, ও  কুয়েট এর গ্লোবাল পজিশন ১২০১-১৫০০

এবছর ভারত থেকে ৭৫ টি এবং পাকিস্তান থেকে ২৯টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাংকিং তালিকায় রয়েছে।

উল্লেখ্য, শিক্ষা, গবেষণা, সাইটেশন, শিল্প থেকে আয় এবং আন্তর্জাতিক দৃষ্টিভংগী সংশ্লিষ্ট ১৩ টি নির্দেশকে বিশ্ববিদ্যালয়ের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে এই র‍্যাংকিং করা হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3