ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ফরিদপুর ক্লাব। শুক্রবার বিকেলে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এক হাজার বছর আগের জেলা ফরিদপুর। এই জেলায় পল্লীকবি জসীমউদদীন, আব্দুল আলিম, হাজী শরিয়তউল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফরিদ আওলিয়া জন্মগ্রহণ করেন। শেখ ফরিদ আওলিয়া যার আর্শিবাদপুষ্ট ফরিদপুরবাসী। তার নামেই ফরিদপুর জেলা নামকরণ করা হয়েছে। সুতরাং ফরিদপুরকে বিভাগ চাওয়া ফরিদপুরবাসীর অনেক দিনের দাবি।

তবে ফরিদপুরকে বাদ দিয়ে অন্যকোনো নামে বা এর আগের কোনো মহকুমা বা থানাকে (বর্তমান জেলা) বিভাগ ঘোষণা করা হলে ফরিদপুরবাসী তা মেনে নেবে না বলেও জানান বক্তারা।

আগামি ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে এক জনসভায় ভাষণ দিবেন। সেদিন তিনি ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা দিবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সংগঠনের সদস্য ইমারত হোসেন ইমনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নূর মোশাররফ, আন্তর্জাতিক সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক শওকত, জহুরুল মুন্সী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: