
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মেধাতালিকা প্রকাশ

নিউজ ডেস্ক :
গতকাল সোমবার (১ নভেম্বর) রাত ১২টায়,১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।
এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, “চূড়ান্ত মেধা তালিকা টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা চাইলে উল্লেখিত ওয়েবসাইটে (ngi.teletalk.com.bd) প্রবেশ করে তাদের পজিশন দেখতে পাবেন।”
উল্লেখ্য যে,গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হন।
You must be logged in to post a comment.