সিরাজগঞ্জে বাস উল্টে রাবি শিক্ষার্থী নিহত

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ সোহাগ উর রহমান সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের বিষয়ে সোহাগের সহপাঠী আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনায় অন্তত চারজন ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত সোহাগ উর রহমান হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এমবিএ’র দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলায়।

সোহাগের সহপাঠীদের বরাত দিয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মো. মাঈন উদ্দীন জানান, গত ২৭ ডিসেম্বর তার এমবিএ’র প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছিল। আগামী ৫ জানুয়ারি থেকে তার দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরুর কথা ছিল। এ
জন্য বাড়ি যেতে তিনি আজ সকালে ন্যাশনাল ট্র্যাভেলসের বাসে উঠেছিলেন।

আজ সকালে ন্যাশনাল ট্র্যাভেলসের রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি উল্লাপাড়ার গোজা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সম্পূর্ণ উল্টে যায় এবং একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3