ময়মনসিংহে রংপুর বিভাগীয় সমিতির শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক:
ময়মনসিংহে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রংপুর বিভাগীয় সমিতি। মঙ্গলবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১০ টায় শহরের রেলওয়ে স্টেশন ও ব্রীজ মোড় এলাকায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমিতির সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, সহ- সভাপতি ময়মনসিংহের বিশিষ্ট ব্যাবসায়ী মো: রফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রধান বন কর্মকর্তা এ. কে. এম. রুহুল আমিন, জেলা প্রাণী সম্পদ অফিসার আবু সাঈদ সরকার , সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো: সহিদুজ্জামান, প্রচার সম্পাদক মো: মিরাজুল ইসলাম সহ সমিতির বিভিন্ন কর্মকর্তা।
সভাপতি প্রফেসর ড. জাকির হোসেন বলেন, “আমরা এই শীতবস্ত্র শুধু ময়মনসিংহে নয়, রংপুর বিভাগেও বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে বিতরণ করব।”
You must be logged in to post a comment.