সোমবার থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেবে চীন

নিউজ ডেস্ক:
চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ভিসা। সোমবার (৮ আগস্ট) থেকে তাদের জন্য ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।
রোববার(৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে চীনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। তাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, সোমবার থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।
এদিকে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে পেজে জানিয়েছেন, চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই ঘোষণা করেন, সব বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেয়া হবে।
You must be logged in to post a comment.