ঘূর্ণিঝড়ে বন্ধ লঞ্চ, বিপাকে যাত্রীরা

নিউজ ডেস্কঃ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা।

সোমবার (২৪ অক্টোবর) সকালে বরিশাল নদীবন্দর গিয়ে দেখা যায় অভ্যন্তরীণ রুটের যাত্রীরা নদীবন্দরে এসে ঘূর্ণিঝড়ের কারণেআটকা পড়েছে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, নম্বর সংকেতের কারণে এরই মধ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্তসব রুটের লঞ্চ  স্পিডবোড চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়সিত্রাং’-এর প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বরিশালে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়সিত্রাংএর কারণে থেকে ফুট উচ্চতায়জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর রাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।

তিনি জানান, ঘূর্ণিঝড়সিত্রাংপায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। গত ২৪ ঘণ্টায় ৭২ দশমিক মিলিমিটারবৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছাড়া নদীবন্দরে সমুদ্রবন্দ‌রে নম্বর সংকেত র‌য়ে‌ছে। বরিশালে বর্তমানে বা‌তা‌সের গতিবেগ২২ ন‌টিক্যাল মাইল থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে বা‌তা‌সের গ‌তি‌বেগ ৭০ ন‌টিক্যাল মাইল। বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসেরগতিবেগও বাড়তে থাকবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3