একটি লতা গুচ্ছ

একটি লতা গুচ্ছ
মাহবুবুর রহমান রোমান
lata3

একটি ক্ষয়িষ্ণু বীজ থেকে তোমার জন্ম
একটি বিবর্ণ গুচ্ছে তোমার পদচারণা;
প্রকম্পিত রূপ রেখা তোমার অভিবাদনে।
তুমি নিগ্রেহিত, তুমি নির্যাতিত, তুমি নিষ্পেষিত;
বীভৎস প্রাণের কোষে কোষে তোমার ধূপছায়া
নিঃশব্দে ধ্বংসের বীজ ছেয়েছে আয়ুতে।

তুমি বব মার্লি, তুমি কমলাকান্ত, তুমি হৈমন্তী;
তিক্ত অভিজ্ঞতা তোমার আষ্টে পৃষ্টে।
আরক্তিম আদিম প্রয়াসে বিমোহিত
জন্ম-জন্মন্তরে বেড়ে চলছে তোমার গুচ্ছ,
জীর্ণশীর্ণ হয়ে গেছে তোমার আত্মা
উন্মুখ নির্জনে নিশ্চুপে সাব্যস্ত হতে।
আজ তুমি সংকটে বিহ্বল
অদৃশ্য কালের খেয়ায় তুমি স্থবির
দিশেহারা পথিকের বিবর্ণতা বয়ে চলছো।
তোমার অধিকার নেই প্রশ্ন করার-
কেন নিগ্রেহিত ? কেন নির্যাতিত?
কেন বিভীষিকাময় অস্থিত্ত তোমার অঙ্গে?

কিন্তু আজ ঘুরে দাঁড়াবার সময়-
সামনে সমস্ত প্রতীক্ষারত প্রশ্ন,
উন্মেচতি অধিকার আদায়ের দিন গোনা।
কালজয়ী তোমার সমস্ত দর্শন পরিধিতে
শাসকের শৃঙ্খলা ভেঙ্গে রেখে যাও
বঞ্চিতের জন্য সংগ্রাম,
অন্ধের জন্য আলো,
মানুষের জন্য ভালবাসা।
_____________________________________________
মাহবুবুর রহমান রোমান
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

  •  
  •  
  •  
  •  
ad0.3