মঙ্গলে আবিষ্কৃত হয়েছে ফুল সদৃশ বস্তু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: লালগ্রহ মঙ্গলে সদ্য আবিষ্কৃত একটি ফুলের মতো বস্তুর ছবি প্রকাশ করেছে নাসার রোভার কিউরিওসিটি।

২০১১ সালের ২৬ নভেম্বর পাঠানো যানটি লালগ্রহের গ্যালে ক্রেটার এলাকায় ভূপৃষ্ঠে পরিক্রমা চালাচ্ছে এটি। প্রায় ৫৬ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে অবতরণ করেছিল কিউরিওসিটি। সেখানকার মাটি ও শিলার বিভিন্ন নমুনা সংগ্রহ করে বেড়াচ্ছে।

নতুন আবিষ্কৃত বিজ্ঞানীরা ত্রিমাত্রিকভাবে কেলাসের মতো দেখতে বস্তুটির নাম দিয়েছেন ‘ব্ল্যাকথর্ন সল্ট’। রোভারের ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ দিয়ে ছবিটি তোলা হয়েছে। রোভারের পাঠানো ছবিটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন সেখানে হয়তো সালফেট জাতীয় লবণের উপস্থিতি থাকতে পারে।

তবে ফুলের মতো বস্তুটি কোনো জৈব পদার্থ কি না, সেটি নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, মঙ্গলে বহু কোটি বছর আগে পানির স্রোত, জলপ্রপাত ছিল। পানিতে থাকা কিছু খনিজ পদার্থ নিচে জমে রূপ নিয়েছে পাথরে।

  •  
  •  
  •  
  •  
ad0.3