মাদ্রিদে খেলবেন হল্যান্ড

ক্রীড়া ডেস্ক: বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে দলে ভেড়াতে একপ্রকার টানাহেঁচড়া শুরু করেছে ইউরো ফুটবলের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত সব গুঞ্জন উড়িয়ে রিয়ালে যেতেই আগ্রহ প্রকাশ করেছেন গোল মেশিন খ্যাত এই ফুটবলার। ফুটবল বিষয়ক ওয়েবসাইট মার্কা’র বরাতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) এমনটাই জানা গেছে।

তবে শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াতে বরুশিয়ার সঙ্গে বেশ দরকষাকষিতে যেতে হবে লস ব্লাঙ্কোসদের। এদিকে, চলতি সপ্তাহে হল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসার কথা রয়েছে তার বর্তমান ক্লাব বরুশিয়ার। কদিন আগে স্পেনের খেলাধুলা বিষয়ের জনপ্রিয় সাংবাদিক আলফ্রেড দুরো জানিয়েছিলেন, হল্যান্ড স্পেনের কোনো ক্লাবের হয়ে খেলতে চান। নরওয়েজিয়ান এই তারকা সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলারের একজন। অমীয় সম্ভাবনার কারণে খুব অল্প সময়ে ফুটবলপ্রেমীদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তিনি। তরুণ এই সেনসেশনের ওপর তাই নজর ছিল ইউরোপের বাঘা বাঘা ক্লাবগুলোর।

আলফ্রেডো দুরোর ভাষ্য, ‘হল্যান্ড স্পেনে আসার স্বপ্ন দেখে। তার সবচেয়ে বেশি মনোযোগ রিয়াল মাদ্রিদের দিকে। সে যদি বরুশিয়া ছাড়েই তবে সেটি ঘটবে কেবল স্পেনের জন্য। তার এজেন্ট মিনো রাইওলাও রিয়াল মাদ্রিদকে অগ্রাধিকার দিচ্ছে। বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড যে আস্ত এক গোলমেশিন। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেদের গোলের হিসাবে ঈর্ষণীয় পরিসংখ্যান হলেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের ছাড়িয়ে গেছেন হল্যান্ড। প্রথম জন ১৪১ গোল নিয়ে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা, মেসির গোল ১২৫।

ইউরোপিয়ান ফুটবলের নতুন সেনসেশন এমবাপ্পেও ৫২ ম্যাচে ঈর্ষা জাগানিয়া ৩১ গোল করেছেন। ইউরোপ মঞ্চে এই তিনজনের চেয়েও একটি জায়গায় এগিয়ে হল্যান্ড। ম্যাচের তুলনায় গোলের সংখ্যা বেশি ২১ বছর বয়সী এ ফুটবলারের।

  •  
  •  
  •  
  •  
ad0.3