প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য কীর্তি তামিমের

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্য বিশেষ দিন আজ। ক্যারিয়ারের ৩৪তম জন্মদিনে পা রাখলেন টাইগার এই ওপেনার।
জন্মদিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের কীর্তি গড়েছেন তামিম।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এ কীর্তি গড়েন তামিম। ৩৮৩তম ম্যাচ ও ৪৪৪ তম ইনিংসে এ মাইলফলক পূর্ণ হলো তার।
বাংলাদেশের আর কোনো ব্যাটার তামিমের ধারেকাছেও নেই। ১৩ হাজারের ওপর রান আছে কেবল দুজনের—সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের।
১৫ হাজার রানের কীর্তি গড়ার দিনে অবশ্য ব্যাট হাতে বেশিদূর এগোতে পারলেন না তামিম। দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন এই ওপেনার।