কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ফেন্সিডিল ও গাঁজা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও কিংফিসার মদ আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সোমবার ভোর রাতে আর্ন্তজাতিক পিলার ৯৪৭ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান গ্রহন করে। সেখানে মাথায় বস্তা নিয়ে যাওয়ার সময় ২ জন চোরাকারবারী টহল দলকে দেখা মাত্রই বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তা থেকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল, সাড়ে ৪ কেজি গাঁজা এবং ভারতীয় কিং ফিসার মদ ৩ বোতল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৮০ হাজার ২শ ৭০ টাকা বলে জানায় বিজিবি।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকিার হোসেন বলেন, জব্দকৃত ফেন্সিডিল, গাঁজা এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

  •  
  •  
  •  
  •