বাকৃবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১ ঘটিকার দিকে বাকৃবি শাখা ছাত্রলীগের কার্য্যালয় থেকে ছাত্রলীগ সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নের্তৃত্বে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি চত্ত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন করে।

bbsmday2

বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল, সিনিয়র সহ-সভাপতি এম আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুর রহমান, ফয়সাল আহমদ সোহান, আল আমিন, কবির খান, শফিউল আলম, নাজমুলসহ প্রমুখ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর পাকিস্তানে বন্দিদশা থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু। দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

  •  
  •  
  •  
  •  

Tags: