সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে শিক্ষক-পুলিশ মতবিনিময়

নিউজ ডেস্ক:

সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ। সোমবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যানজট ও সড়ক দুর্ঘটনার রোধে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের করণীয় ও রাস্তা পারাপারে বিস্তারিত আলোচনা করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়।

এ সময় ডিসি বলেন, রাস্তা পারাপার, সড়ক দুর্ঘটনা কমাতে করণীয় এবং ট্রাফিক সাইন সম্পর্কে স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। ভবিষ্যতে ও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় ট্রাফিক উত্তর বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •