মুকুলে ভরে গেছে ৮০ শতাংশ আম বাগান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গেল কয়েক বছরে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের উঁচু নিচু জমিতে গড়ে উঠেছে আড়াই হাজারেরও বেশি ছোট বড় আম বাগান। চলতি মৌসুমে তেমন একটা কুয়াশার আধিক্য না থাকায় প্রায় ৮০ ভাগ বাগান মুকুলে ভরে গেছে। গতবারের মতো এবারও বাম্পার ফলন আশা করছেন বাগান মালিকরা।

১৯ ফেব্রুয়ারি, রোববার সময় টিভির এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এ বছর চাঁপাইনবাবগঞ্জে ২৪ হাজার ২৬০ হেক্টর জমির বাগানে দুই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল এক লাখ ৮৪ হাজার মেট্রিক টন। তবে, পোকার আক্রমণ ও প্রতিকূল আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে বাগান মালিকদের।

মুকুলে ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ‘৭০ থেকে ৮০ ভাগ মুকুল আসা গাছে আমরা সাইফারমেথিন গ্রুপ অথবা এমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছি’।

  •  
  •  
  •  
  •  

Tags: