রাজশাহী কলেজে দেশের প্রথম বৃহৎ মানব শহীদ মিনার

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নির্মাণ করেছে মানব শহীদ মিনার।

৬০০ শিক্ষার্থীর অংশ গ্রহণে রাজশাহী কলেজ মাঠে নির্মিত এই শহীদ মিনারটি দেশের প্রথম বৃহৎ মানব শহীদ মিনার বলে দাবি শিক্ষার্থীদের।

মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে রাজশাহী কলেজ মাঠে জড়ো হন ছয় শত শিক্ষার্থী। তারা শহীদ মিনারের আদলে দাঁড়িয়ে তৈরি করে ফেলেন একটি দৃষ্টি নন্দন মানব শহীদ মিনার। শহীদ মিনারটির স্থায়িত্ব ছিল ১৫ মিনিট।

শহীদ মিনারের কারিগর শিক্ষার্থী আহনাফ, তামহীদ, নাবিল ও অরণী কর্মকার জানান, তারা ১৪ দিন আগে মানব শহীদ মিনার নির্মাণের পরিকল্প করেন। গত বছর তাদের আগের বছরের বড় ভাইরা তৈরি করেছিলেন মানব পতাকা। তাই এবার তারা করলেন মানব শহীদ মিনার।

শিক্ষার্থীরা বলেন, ভাষা দিবসে মহান শহীদদের সম্মানে মানব শহীদ মিনার করতে পেরে আমরা গর্বিত। আমাদের ধারণা এটাই দেশের প্রথম এবং বড় মানব শহীদ মিনার।

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজ সৃজনশীলতার প্রতিক। শিক্ষার্থীরা নিজেরাই এসে জানাল তারা মানব শহীদ মিনার তৈরি করবে। গত বছর তারা মানব পতাকা তৈরি করেছিল। এবার করল মানব শহীদ মিনার।’

  •  
  •  
  •  
  •  

Tags: