পাকিস্তান সেন্সর বোর্ডে আটকে গেলো রেইস

বিনোদন ডেস্ক:
বিশ্বের সবচাইতে বড় চলচ্চিত্রের বাজার ধরা হয় বলিউডের বাজারকে। আর সে বাজারকে আরো বিস্তৃত করতেই কিনা বলিউড কিং তার নতুন ছবি রেইস এর নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন পাকিস্তানি তারকা মাহিরা খানকে। তবে এই কৌশলটিও বোধহয় খুব বেশি একটা কাজে দেয়নি, কারণ ইতোমধ্যেই পাকিস্তানের সেন্সরবোর্ড ছবিটি পাকিস্তানে মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এর কারণ হিসেবে পাকিস্তান সেন্সরবোর্ডের একজন সদস্য পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন ‘রেইস ছবিতে মুসলমানদের সন্ত্রাসী, দাঙ্গাবাজ হিসেবে উপস্থাপন করায় সেন্সর বোর্ড মনে করে সিনেমাটি প্রদর্শনের যোগ্য নয়।’ তিনি আরো বলেন, ‘আমরা এটিকে সার্টিফিকেট দিইনি কারণ সিনেমাটি ইসলাম ও নির্দিষ্ট একটি মুসলিম সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।’

পাকিস্তান সেন্সরবোর্ডের এমন ঘটনায় বেজায় চটেছেন ছবির পরিচালক রাহুল ধোলাকিয়া। ব্যক্তিগত টুইটারে ধোলাকিয়া জানান ‘পাকিস্তানে রেইস নিষিদ্ধের ঘটনায় আমি হতবাক!’

এর আগেও গত বছরের সেপ্টেম্বরে দুইদেশের রাজনৈতিক বৈরিতার প্রভাবে বলিউডের ছবি নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পরবর্তীতে হল মালিকদের লোকসান ঠেকাতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে আবারো এমন নিষেধাজ্ঞায় ধারণা করা হচ্ছে দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনের অস্থিরতা আরো বাড়বে।

  •  
  •  
  •  
  •  

Tags: