নাটোরে একদিনে বন্ধ হলো তিনটি বাল্যবিয়ে!

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলায় এক দিনে তিনটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় দুই অভিভাবককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামান ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ সদর উপজেলার হুগোলবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একই গ্রামের বিকাশ চন্দ্র সাহার মেয়ে, সুগারমিল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বৃষ্টি রাণী সাহার বিয়ে বন্ধ করা হয়। এরপর একই গ্রামের বিকাশ দাসের মেয়ে জংলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কৃষ্ণা দাসের বিয়েও বন্ধ করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার উলিপুর গ্রামে অপর এক অভিযানে শহরের বনলতা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী একই এলাকার আব্দুর রহমানের মেয়ে প্রিয়া খাতুনেরও বিয়ে বন্ধ করা হয়। এ সময় উভয় পক্ষের অভিভাবক ফারুক ও ইয়াকুবকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামান দাবী করেন, সকল পর্যায়ের অভিভাবকরা তাকে মুচলেকা লিখে দিয়েছেন যে, তারা গোপনে বিয়ে সম্পন্ন করবেন না। যদি কোন পক্ষ গোপনে মেয়েদের বিয়ে দেয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •