বড়াইগ্রামে ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন বিক্ষোভ

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া গ্রামে কালু প্রামাণিক (৫০) নামে এক লম্পটের যৌন লিপ্সার শিকার হয়েছে ২য় শ্রেণীতে পড়ুয়া (৭) বছরের এক শিশু। অপরদিকে, উপজেলার শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে পারকোল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইয়ারুল ইসলামের (৫০) ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কচুয়া গ্রামে বাড়ির পাশের বাগানে বড়ই কুড়াতে গেলে একই গ্রামের গণি প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক শিশুটিকে ফুঁসলিযে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার গোঙ্গানীর শব্দে পথচারীরা এগিয়ে গেলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনমুন জানান, তার মেডিকেল চেক-আপ সম্পন্ন হয়েছে। তাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

অপরদিকে, বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোলে অপর এক স্কুলছাত্রী ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধনকালে অন্যান্যের মধ্যে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, পারকোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে ধর্ষক ইয়ারুল ইসলামকে গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানান। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় স্কুলের শিক্ষা সফর থেকে বাড়ি ফেরার পথে ইয়ারুল ঐ স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

বড়াইগ্রাম থানার ওসি মনির হোসেন বলেন, কচুয়ায় ধর্ষণের ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে অপর ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •  

Tags: