সুন্দরগঞ্জে চুরির অপবাদে শিশুকে নির্যাতনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি:

বাইসাইকেলে চুরির অপবাদে আলম মিয়া (১০) নামে এক শিশু নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার আলম মিয়া সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার নম্বর বেডে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামে। আলম মিয়া ওই গ্রামের মো. রাকু মিয়ার ছেলে।

খবর পেয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে আলম কাতরাচ্ছেন। তার মা পারভীন বেগম ও বাবা রাকু মিয়া ছেলের পাশে বসে আছেন। আলমের হাতে স্যালাইন দেওয়া হয়েছে। তবে ব্যথা ও জখমের কারণে আলম ছটফট করছেন।

আলমের বাবা রাকু মিয়া জানান, আলম মিয়া শুক্রবার পাশবর্তী ভবানীপুর গ্রামে একটি কুলখানীর (মজলিশ) দাওয়াত খেতে যান। এসময় সেখান থেকে একটি বাইসাইকেল চুরি ঘটনা ঘটে। দাওয়াত খেয়ে আলম বাড়ি ফেরার পথে ময়নুল ইসলাম, দীলিপ মিয়া, ফুল মিয়া ও ছাইয়াদুল বাইসাইকেল চুরির অপবাদে আলমকে আটক করে ভ্যান রিকশায় তোলে। এরপর তারা কিল-ঘুষি ও লাঠি দিয়ে আলমের হাত-পা ও শরীরের বিভিন্ন জায়গায় বেদমভাবে মারপিট করেন। এতে আলম অসুস্থ্য হয়ে পড়লে তাকে রামজীবন ইউনিয়ন পরিষদ চত্তরে থাকা গ্রাম পুলিশদের কাছে রেখে চলে যান। খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ছেলে আলম অসুস্থ্য থাকায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বা থানা পুলিশকে জানাতে পারেননি। তবে ছেলে সুস্থ্য হলে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তিনি সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করবেন।

আলমের মা পারভীন বেগম জানান, মিথ্যা অপবাদ দিয়ে তার ছেলেকে মারপিট করে অসুস্থ্য করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তি চান তিনি।

অভিযুক্ত ময়নুল ইসলাম (২৫) সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে, দীলিপ মিয়া (৩৩) একই ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের আতোয়ারে ছেলে, ফুল মিয়া (৪৫) নিজপাড়া গ্রামের বক্তার আলীর ছেলে ও ছাইয়াদুল ইসলাম (৪০) উত্তর বেকাটারী গ্রামের মোসলেম আলীর ছেলে।

রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম এনামুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘শিশু আলমকে মারপিটের বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে বিষয়টি তিনি খোঁজ নিবেন’।

  •  
  •  
  •  
  •  

Tags: